বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক ছাড়, না হয় কুমিল্লা ছাড়ো- পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যোগদান করে প্রথমদিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, পুলিশের সব ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে। পুলিশের বদলিজনিত বিষয়ে অর্থ লেনদেন কোনোভাবেই বরদাশত করা হবে না। সব ধরনের জনহয়রানি বন্ধ করা হবে।

শনিবার (২ জানুয়ারী) বিকালে যোগদানের পরই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার নতুন দুটি স্লোগান প্রকাশ করেন। বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ সুপার যাবে আপনার দুয়ারে; মাদক ছাড় না হয় কুমিল্লা ছাড়ো- নামে স্লোগান প্রকাশ করা হয়। তিনি কুমিল্লা জেলা পুলিশকে আরও মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডিআইওয়ান মাইনুদ্দিন খান, ডিবির ওসি আনোয়ারুল আজিম প্রমুখ।

 

 

 

আর পড়তে পারেন