শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাত্র সাড়ে চার মাসে পুরো কুরআন মুখস্ত করলেন ফরহাদ হুসাইন!

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৯
news-image

 

আজকের কুমিল্লাঃ
মাত্র সাড়ে চার মাসে পবিত্র কুরআন হিফজ করে কৃতিত্ব অর্জন করেছে মুফতী মুহাম্মাদ আলী কাসেমী’র প্রতিষ্ঠিত হাটহাজারী থানাধীন মেখল এশায়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মাদ ফরহাদ হুসাইন৷

ইচ্ছে আর চেষ্টা থাকলে উপায় হয় এ কথাকে সত্য এবং বাস্তব প্রমাণ করেছে হাফেজ ফরহাদ৷ সাধারণত অনেকেই ধারণা করে থাকে যে, কেবলমাত্র শিশু বয়সেই হিফজ পড়তে হয়৷বয়স বেড়ে গেলে হিফজ করা যায় না বা সম্ভব নয়৷হাফেজ ফরহাদ পূণঃপ্রমাণ করেছে যে, এ ধারণা সঠিক নয়, ভুল৷ ইচ্ছে থাকলে এবং চেষ্টা করলে আল্লাহর রহমতে যে কোন বয়সে হাফেজ হওয়া সম্ভব৷

হাফেজ ফরহাদ হাটহাজারী থানার পূর্ব দেওয়ান নগর ১১ মাইল নিবাসী মুহা.সোলাইমানের ছেলে ৷.

সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস( মাস্টার্স) সম্পন্ন করে বর্তমানে হিফজ পড়ার পাশাপাশি ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২ য় বর্ষে হাদীস এন্ড ইসলামীক স্টাডিজে অধ্যয়নরত আছে৷

হাফেজ ফরহাদের ব্যাপারে জানতে চাইলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মাদ আলী কাসেমী ইনসাফকে জানান, ফরহাদের হিফজ সমাপনীটা সত্যিই আনন্দ ও অনেক বড় কৃতিত্বের বিষয়৷আমাদের হিফজ বিভাগে সাধারণত বড় ছাত্র ভর্তি করি না৷ কিন্তু পবিত্র কুরআন হিফজের প্রতি ফরহাদের আগ্রহ উদ্দীপনা এতো বেশি ছিল যে, আমার প্রায় বাধ্য হয়েই ফরহাদকে হিফজ বিভাগে ভর্তি করেছি৷ আলহামদুলিল্লাহ স্বল্প সময়ে সে হিফজ সমাপ্ত করে কৃতিত্ব অর্জন করেছে৷

হিফজ বিভাগীয় প্রধান ও ফরহাদের শিক্ষক মাওলানা হাফেজ শহিদুল করীম জানান, দাওরায়ে হাদীস শেষ করে অনার্স করা অবস্থায় স্বল্প সময় মাত্র চার মাস বিশ দিনে ফরহাদ হিফজ সমাপ্ত করেছে৷ফরহাদ গড়ে দৈনিক ৫ পৃষ্টা সবক শুনাতো৷ আমার দৃষ্টিতে তার এ কৃতিত্ব বিরল৷ দুআ করি আল্লাহ তার ভবিষ্যত উজ্জ্বোল করুন৷

আলেম হওয়ার পর অনার্সে অধ্যয়নরত থেকেও স্বপ্ল সময়ে কিভাবে হাফেজ হলেন জানতে চাইলে ইনসাফের হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদকে হাফেজ ফরহাদ বলেন, আমার মা-বাবার আশা ছিল হাফেজ হবো৷ কিন্তু ছোট বয়সে বিভিন্ন কারণে তা সম্ভবকর হয়নি৷ হাদীসের কিতাবে হাফেজে কুরআনের ফজিলত ইত্যাদি পড়ে হাফেজ হওয়ার নিয়্যত করে ফেলি৷ কিন্ত সাধারণের তুলনায বয়স বেশি হওয়ায় পারব কিনা তা নিয়ে একটু টেনশনে ছিলাম৷ আল্লাহর উপর ভরসা করে সর্বোচ্চ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে স্বল্প সময়েই হিফজ শেষ করেছি৷.

বয়স বেশি হওয়া হিফজের প্রতিবন্ধক নয় জানিয়ে ফরহাদ বলেন, অনেকেই মনে করে ছোট কালেই হিফজ করতে হয়৷ বয়স বাড়লে হিফজ করা যায় না৷ এ কথা সঠিক নয়৷আমার অভিজ্ঞতা থেকে বলছি, বয়স বেশি হওয়া হিফজের প্রতিবন্ধক নয়৷ বরং ইচ্ছা এবং চেষ্টা থাকলে যে কোন বয়সে পবিত্র কুরআন হিফজ করা সম্ভব৷

এশায়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন নুরানী মাদরাসা উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম সফল নুরানী শিক্ষা প্রতিষ্ঠান৷ ১৯৯৬ সনে দক্ষিণপূর্ব মেখল গণীব্রিজ সংলগ্ন খালের পাড়ে দারুল উলুম দেওবন্দের ফাজেল মুফতী মুহাম্মাদ আলী কাসেমী এ মাদরাসা প্রতিষ্ঠা করেন৷ফাতিমাতুয যাহরা নামে এর বালিকা শাখাও খোলা হয়৷ মনোরম পরিবেশে, প্রশিক্ষিত, বিজ্ঞ শিক্ষক মন্ডলীর সার্বিক তত্বাবধানে বর্তমানে বালক বালিকা উভয় শাখায় নুরানী, হিফজ ও কিতাব বিভাগে ছয় শতাধীক ছাত্র ছাত্রী পড়াশুনা করছে৷

আর পড়তে পারেন