শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাত্র তিন মিনিটে কাঁচপুর সেতু পার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
মাত্র তিন মিনিটেই আজ কাঁচপুর সেতু পার হওয়া গেছে। ঢাকা-কুমিল্লা রোডে চলাচলকারী স্টার লাইন পরিবহনের চালক সাদ্দাম হোসেন বলেন, ‘গত তিন দিন ধরে কাঁচপুর থেকে মদনপুর এবং মোগড়াপাড়া থেকে মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে থাকতে হয়েছে। কিন্তু, কাঁচপুর মেঘনা সেতু খুলে দেওয়া মাত্র তিন মিনিটে সেতু পার হয়ে শিমরাইলে আসতে পেরেছি। কোনও যানজট পোহাতে হয়নি।’

শনিবার (১৬ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের কাঁচপুরে এক কিলোমিটার দীর্ঘ শীতলক্ষ্যা সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

দাউদকান্দি পরিবহনের চালক সাব্বির মিয়া বলেন, ‘শীতলক্ষ্যা দ্বিতীয় সেতু খুলে দেওয়ার পর কাঁচপুর পুরনো সেতুটি সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ সেতুটি সংস্কার কাজ শেষ হয়ে গেলে এক সেতু দিয়ে গাড়ি আসবে, অন্য সেতু দিয়ে গাড়ি যাবে। এতে করে এ পয়েন্টে আর কোনও যানজট হবে না।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ভুলতা ফ্লাইওভারটি খুলে দেন। তিনি বলেন, ‘চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভারের গাজীপুর-জয়দেবপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়কের ওভারপার্স অংশ খুলে দেওয়ায় এ অঞ্চলের ৭০ শতাংশ যানজট কমে আসবে। আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া আড়াইহাজার অংশের নির্মিত ফ্লাইওভার খুলে দেওয়া হবে।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ‘ভুলতায় ফ্লাইওভারের একাংশ ও কাঁচপুর দ্বিতীয় শীতলক্ষ্যা সেতু চালু হওয়ায় এই অঞ্চলের যানজট সমস্যার লাগব হলো।’

রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম মমো বলেন, ‘ভুলতা ফ্লাইওভারের একাংশ খুলে দেওয়ায় এই অঞ্চলের যানজট সমস্য অনেকাংশে কমবে।’

কাঁচপুর শীতলক্ষ্যা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার পর পুরনো সেতুটি সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়। আগামী তিন মাসের মধ্যে পুরাতন সেতুটির সংস্কার শেষ হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং রুপগঞ্জ উপজেলা কার্যালয়ে কাঁচপুর সেতু ও ভুলতা ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। এসময় পৃথক দুইটি স্থানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা ও জেলা প্রশাসক রাব্বি মিয়া।

আর পড়তে পারেন