শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানগর যুবলীগের কমিটিতে স্থান পেতে মরিয়া সাবেক ছাত্রলীগ নেতারা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর গত প্রায় ৬ বছরেও ঘোষিত হয়নি কুমিল্লা মহানগর যুবলীগের কমিটি। তবে মহানগর যুবলীগে স্থান পেতে জোর লবিং থেমে নেই যুবলীগ নেতাকর্মীদের।

সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারি ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ,কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, জেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক এ কে এম হাসান ইমাম, সাবেক ছাত্রলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল, অজিতগুহ কলেজের সাবেক জিএস বাবু সঞ্জয় রায়, হান্নানুর রহমান বেলাল এবং রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব গ্র“পের জেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক তারেকুল হক তারেক, কুমিল্লা সরকারি কলেজের জিএস, শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, আতিকুর রহমান খান পিন্টু , জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মীর সাব্বির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক কাজী নাহিদুল ইসলাম নাহিদ , শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম খান প্রমুখরা যেমন তদবিরে ব্যস্ত তেমনি কুমিল্লার সাবেক ছাত্রলীগ নেতারাও যুবলীগে নিজেদের সম্পৃক্ত করতে চাইছেন। তারা যুবলীগের রাজনীতিতে এখন সক্রিয়ও রয়েছেন। দৈনিক আজকের কুমিল্লার কাছে তারা নিজেদের সুপ্ত বাসনা প্রকাশ করেছেন। পাঠকদের জন্য তা প্রকাশ করা হল।

মোঃ রোকন উদ্দিন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক প্রধান সমন্বয়ক ছিলেন। ২০১৪-২০১৬ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। রোকন উদ্দিন জানান, আমি ১৯৯৭ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে যুবলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছি। আমি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তবে আমাদের নেতা কুমিল্লা মহানগর আ’লীগের সভাপতি কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় আমাকে মহানগর যুবলীগের যে জায়গায় মূল্যায়ণ করবে, সে পদে থেকে উনার নির্দেশনায় যুবলীগের রাজনীতি করবো।

কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ জানান, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের কমিটি নেই , অথচ যুবলীগ আওয়ামীলীগের অন্যতম প্রধান সংগঠন । সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা আজ ঠিকানাবিহীনভাবে ঘুরছে , তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে যুবলীগে স্থান করে দেয়া উচিত । বঙ্গবন্ধু যুবলীগের প্রতিষ্ঠা কালীন সময়ে বলেছিলেন ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ যুবলীগ হচ্ছে সোনার মানুষ গড়ার সংগঠন । তাই এ সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন নেতাকর্মীদের স্থান করে দেয়া এখন সময়ের দাবী । কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সভাপতি, কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব , তিনি অবশ্যই স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতাকর্মীদের মূল্যায়ন করবেন এমনটি আমি বিশ্বাস ও প্রত্যাশা করি । সংগঠনের কাজ করার জন্য আমাকে দায়িত্ব দেয়া হলে , আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ ।

কুমিল্লা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ভূইয়া জানান, ২০০০ সাল থেকে ছাত্র রাজনীতি করছি। ২০০০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখার ছাত্রলীগের সভাপতি ছিলাম। ২০০৩ সালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃহত্তর কুমিল্লার সভাপতি ছিলাম। ২০০৫ সালে ভিক্টোরিয়া কলেজের সাংগাঠনিক সম্পাদক ছিলাম, পরে এক বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, পরে সহ-সভাপতিও ছিলাম। পরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন যুবলীগের রাজনীতি করছি। আগামী মহানগর যুবলীগের কমিটিতে কুমিল্লার জন মানুষের নেতা কুমিল্লা মহানগর আ’লীগের সভাপতি কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় আমাকে মহানগর যুবলীগের যে পদে জায়গা দিবেন , তাতে খুশি হয়ে উনার নির্দেশনায় যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকবো।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতা নাজমুল ইসলাম শাওন জানান, ১৯৯৭ সাল থেকে রাজনীতি করছি। ১৯৯৯ সাথে ২০০১ সাল পর্যন্ত শেখ রাসেল স্মৃতি সংসদ,টমছমব্রিজ ইউনিটের সাবেক সভাপতি ছিলাম। ২০১৪-২০১৬ সাল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একজন ছিলাম। আমি মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক পদপ্রত্যাশী। তবে কুমিল্লার গণ মানুষের নেতা মহানগর আ’লীগের সভাপতি কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় মহানগর যুবলীগের যে পদে আমাকে যোগ্য মনে করেন, সেই পদে থেকে যুবলীগের সাংগাঠনিক কার্যক্রম বেগবান করতে কাজ করবো।

কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করেছি। আন্দোলন-সংগ্রামে সব সময় মাঠে আছি। এখন যুবলীগের রাজনীতি করছি। আশা করি দল আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে মহানগর যুবলীগ করার সুযোগ দিবেন।

সাবেক প্রভাবশালী ছাত্রলীগ নেতা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক আহবায়ক এ কে এম নাছির ভূইয়া জানান, ২০০৮ সালে ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা মহানগর আ’লীগের সভাপতি, সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের নির্দেশনায় ছাত্রলীগ পুনরায় প্রতিষ্ঠা করেছি। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দায়িত্বে ছিলাম। মাঠে থেকে রাজনীতি করছি। যুবলীগের রাজনীতি করতে চাই। আশা করি কুমিল্লা মহানগর আ’লীগের কান্ডারি, সদর সাংসদ মহোদয় আমাকে মহানগর যুবলীগের রাজনীতি করার সুযোগ দিবেন।

ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেইন সানি জানান, দীর্ঘদিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলাম। এখন যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছি। মহানগর যুবলীগের কমিটি হলে সেই কমিটিতে নিজেকে দেখতে পেলে গর্বিত অনুভব করবো ও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মানবতার মাতা আ’লীগ দলীয় প্রধান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখবো।

উল্লেখ্য যে, ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা দক্ষিণ যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। ২০১১ সালের শেষের দিকে কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। ফলে মহানগর যুবলীগ কমিটি গঠনের দাবি উঠে। দীর্ঘ ১৫ বছর পর ২০১২ সালের জুন মাসে কুমিল্লা জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে কুমিল্লা মহানগর যুবলীগ। শোনা যাচ্ছে আগামী ২০১৮ সালের শুরুতে মহানগর যুবলীগের আহ্বায়ক কিংবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হতে পারে।

আর পড়তে পারেন