শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাকালের হাসি- কবির কাঞ্চন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৮
news-image

রাত শেষে ভোর হয়।
আবার দিনের পর রাত আসে।
আকাশের বুক থেকে ঘনমেঘও কেটে যায়।
কিছুপর প্রভাতের সূর্য হাসে।

নতুনের আগমনে পৃথিবীটা ভরে যায়।
মন মাঝে স্বপ্নরা আশা জাগায়।
জীবন ঘিরে।
শুধু পুরান মানুষগুলো ধীরে ধীরে মরে যায়।
মাটি হয়ে মিশে যায়।
স্বরূপে ফিরে।

পৃথিবীটা রয়ে যায় কালের স্রোতে।
আপনার মত করে পৃথিবীটা দেখে যায়।
মানুষের রূপ।
সে তো ক্ষণে ক্ষণে বদলায়।
ভাইয়ের রক্ত ঝরায় আরেক ভাইয়ে।
পৃথিবীটা নিশ্চুপ।

মুহূর্ত কেটে গেলে পৃথিবীটা আবার বলে,
তোমার সুখবরণে আমি প্রস্তুত। এসো হে, নবীনের দল ।
পৃথিবীর আশ্বাসে নবীনের প্রাণে জাগে নব উচ্ছ্বাস।
সমীরণে সুর তোলে প্রাণের জোয়ারে ভেসে হয় উচ্ছ্বল।

দূর থেকে পুরানেরা অভিযোগ করে বলে,
পৃথিবী, তুমি বড় নিষ্ঠুর! ভুলে গেলে আমাদের!
এই তো সেদিন যখন নবযৌবনা ছিলাম।
তখন ছিল কতো কতো মধুপ্রেম!
কালের স্রোতে ভুলে গেলে আমাদের সেইপ্রেম!

পৃথিবী মুচকি হেসে কয়,
যা কিছু বলেছ তুমি, একটুও মিথ্যে নয়।
শুধু সেদিন আর এদিনে তোমাতে যোজন পার্থক্য পেয়েছি।
আমি তো একটুও বদলায়নি।
শুধু প্রকৃতির আহবানে নতুনেরে চেয়েছি।

পাশ থেকে মহাকাল তাচ্ছিল্যের হাসিতে বলে ওঠে,
এত কথা বলো না।
পৃথিবীরে দোষ দিয়ে কোন লাভ নেই।
এসেছো বলে চলে যেতে হবে নিয়মেই।
অবেলায় সুখ খোঁজ তোমার গন্তব্য যেথায়।
তুমি নও; দিনেদিনে যা কিছু করেছো তা শুধু রবে হেথায়।

আর পড়তে পারেন