শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলায় বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

বুধবার (২৬ জুলাই) থেকে উপজেলার সব কয়েকটি ইউনিয়নে একযোগে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুর হয়। উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, এ হালনাগাদের কাজ চলবে ৯ আগষ্ট পর্যন্ত। উপজেলার সবকয়টি টি ইউনিয়নে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী কাজ করছেন। ২৫ আগস্টের মধ্যে ভোটার তথ্য সংগ্রহ শেষ হলে ৩ ধাপে শুরু হবে নিবন্ধন কেন্দ্রে কম্পিউটার ডাটা এন্ট্রি, ছবি তোলা ও আনুষঙ্গিক কাজ। এছাড়াও ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তন করা যাবে। পরে ২ জানুয়ারি হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। আর ২২ জানুয়ারি আপত্তি ও সংশোধন নিষ্পত্তি শেষ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। সবশেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে । এদিকে মনোহরগঞ্জ উপজেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পিতা-মাতা মৃত হলে মুত্যু সনদের সত্যায়িত ফটোকপি, জমি মালিকানার দলিল-খতিয়ানের সত্যায়িত ফটোকপি, স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, স্বামী-স্ত্রী মৃত হলে মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, পানি ইত্যাদির (যদি থাকে) বিলের সত্যায়িত ফটোকপি, বিদেশ ফেরৎ হলে বৈধ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, ওয়ারিশ সনদের সত্যায়িত ফটোকপি, ভাই/বোন/চাচা/ফুফুর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষা প্রতিষ্টানের সনদের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের খাজনা, বয়স্ক আবেদনকারীর বাদ পড়ার কারণ উল্লেখ করে চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র এবং চৌকিদারের রসিদের সত্যায়িত ফটোকপি। ভোটারের হালনাগাত কাজে ব্যস্ত পোমগাঁও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাহাবুব জুয়েল, তিনি দৈনিক আজকের কুমিল্লাকে বলেন আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হালনাগাত কাজ করছি। কিছু মানুষ অনিহা প্রকাশ করছে তাদের বুঝিয়ে শুনিয়ে হালনাগাত করছি। এতে করে আমাদের বিড়ম্বনা পড়তে হচ্ছে। কথা হয় দেবপুর গ্রামের ভোটার হালনাগাত করতে আসা হালিমা সাথে, তিনি বলেন কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, এখন ভোটার হয়ে আমগো লাভ আছে? এখনো কিছু মানুষ ভোটার হলে কি উপকার তারা বোঝাচ্ছে না। তাদেরকে বোঝাচ্ছে প্রতিনিধিরা। ৪নং ঝলম উঃ ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, উপজেলা জুড়ে ভোটার তালিকা হালনাগাদ করণের কাজ শুরু হয়েছে। ৪নং ঝলম উঃ রে প্রত্যেক পরিবার কাছে আমি নিজে যাচ্ছি, কেউ জেনো ভুলক্রমে হালনাগাদ বাহিরে না পরে।

আর পড়তে পারেন