বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ৫ বছরের শিশু নির্যাতন: হাইকোর্টে রুল জারি

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার নূরানী হাফেজীয়া ইসলামী একাডেমির প্রথম জামাতের মোঃ নোমান নামের পাঁচ বছরের এক শিশু ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষক এমদাদ হোসেন। এ বিষয়ে “দৈনিক আজকের কুমিল্লা” সংবাদ প্রকাশিত করে।  জানা যায়, শিক্ষক এমদাদ শিশুটিকে বেদম মারপিট করে ও শিশুটির পুরুষাঙ্গে গরম পানি ঢেলে নির্যাতন করে৷ শিশু মোঃ নোমান উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামের খোরশেদ আলমের ছেলে। ঘটনাটি ঘটে ৮ই মে। পরে এলাকার কতিপয় ব্যাক্তির মাধ্যমে উক্ত ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে ২০ হাজার টাকার বিনিময়ে আপোষ মীমাংসা হয় বলে জানা যায়।

এই ঘটনাকে অমানবিক ও সমাজিক অপরাধ বিবেচনা করে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের নজরে আনা হয়৷ মহামান্য আদালত বিষয়টি অবগত হয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন এবং সংশ্লিষ্ট অভিযুক্তদের সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন৷ এসময় বিজ্ঞ আইনজীবী ব্যারিষ্টার মো: আবদুল হালিম আদালতে শুনানী করেন৷

আর পড়তে পারেন