মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ভিজিডি কার্ড বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০২১
news-image

 

আবুল খায়ের (মনোহরগঞ্জ সংবাদদাতা) ঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে গরীব ও অসহায়দের মাঝে ভিজিডি ১৪৫ টি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো রাশেদুল ইসলাম, বাইশগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মো আলমগীর হোসেন ( বিএসসি)।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তার বক্তব্য বলেন, আমরা গরীব অসহায় মানুষের মাঝে এই কার্ডটি বিতরণ করে থাকি, কারণ বাংলাদেশের বেশির ভাগ গরীব ও অসহায় মানুষ পুষ্টি হীনতা ভোগে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিডি কার্ড চাউল পরিপূর্ণ পুষ্টি দিয়ে তৈরি করে গরীবেদের মাঝে বিরতন করার উদ্যোগ গ্রহন করেন । সকল কার্ড ধারী ব্যক্তিদের কে ভিজিডি কার্ড হাতে দিয়ে প্রতি মাসে দুইশত টাকা যে কোন ব্যাংক কে সঞ্চয় করার নির্দেশনা দেন। এবং পারিবারিক ভাবে প্রত্যেক কার্ডধারী ব্যক্তিদের কে স্বাবলম্বী হওয়ার উৎস যোগান। অন্যন্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি পুরুষ ও মহিলা মেম্বার বৃন্দ।

আর পড়তে পারেন