শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতিন খসরুর মৃত্যুর ৪০-তম দিনে ফেসবুকে দলীয় মনোনয়ন চাইলেন সাজ্জাদ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ আসনের সাংসদ, সাবেক আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরুর মৃত্যুর ৪০ দিন পার হলো। এই দিনেই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তাঁর ফেসবুক পেইজে এই আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেন। ফেসবুক পেইজের লেখাটি আজকের কুমিল্লার পাঠকদের জন্য তুলে ধরা হল:

খসরু ভাইয়ের মৃত্যুর ৪০ দিন অতিক্রম করলো। আল্লাহ পাক উনাকে বেহেশত নসিব করবেন আমিন। আমি ভাইয়ের সাথে ৪০ বছর রাজনীতি করেছি,উনি ৯১ সন থেকে সংসদে ছিলেন।আর আমি ৯২ সন থেকে চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান ছিলাম। এই সময় বুড়িচং উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলার অনেক উন্নয়ন করেছি ভাইয়ের সহযোগিতায়।আমি উনার সাথে ৪০ বছর রাজনীতির জীবনে ১৯৮৬ কুমিল্লা সরকারি কলেজর ভিপি নির্বাচন করেছি ছাত্র লীগের পার্থী হিসেবে, একেই সনে ১৯৮৬ সনে বুড়িচং উপজেলা ছাত্র লীগের সভাপতি ছিলাম ৪ বছর ১৯৯০ সন পর্যন্ত ।তারপর ১৯৯০ সন থেকে বুড়িচং যুবলীগের সভাপতি ছিলাম ২০০৩ সন পর্যন্ত ১৩ বছর । একই সনে ২০০৩ থেকে দলের দুর্দিনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বায়িত্ব নিয়ে ১৬ বছর ২০১৯ সন পর্যন্ত। বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বায়িত্বে আছি। খসরু ভাই আজ নেই উনার মৃত্যুর কারণে, কুমিল্লা ৫ নির্বাচনী এলাকায় উপ নির্বাচন হবে। এখন দেশে করোনা, তাই সরাসরি দেখা করা অনেক কষ্টের বিষয়। এই জন্য উপ নির্বাচনে নমিনেশন চাওয়ার ইচ্ছা পোষন করছি, আপনাদের সকলের দোয়া কামনা করছি। নমিনেশন পাইলে নির্বাচন করবো,না হয় নির্বাচন করবো না। আল্লাহ হাফেজ।

-সাজ্জাদ হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামিলীগ।

আর পড়তে পারেন