বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ, ১২ দিন পর অপহৃতা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া হাজী মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আলো আক্তারকে ৮ নভেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। ছাত্রীর মা পারুল বেগম বাদি হয়ে মতলব উত্তর থানায় ২১ নভেম্বর চরমাছুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ফারুক হোসেনকে প্রধান আসামী করে মামলা দায়ের করে।

অপহরণকারী ফারুকের মা ফাতেমা বেগমকে পুলিশ আটক করে। মঙ্গলবার সন্ধ্যায় অপহৃতা আলো আক্তারকেও উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারী ফারুক এখনো পলাতক রয়েছে।

মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু হয়। মামলায় চরমাছুয়া গ্রামের মোশারফ ছৈয়ালের ছেলে মো. ফারুক, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মোশারফ ছৈয়াল, মোশারফ হোসেন ছৈয়ালের স্ত্রী ফাতেমা বেগম, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মো. আক্রাম, রহিম আলীকে বিবাদী করা হয়।

বুধবার আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। অপহৃতা ছাত্রী আলো আক্তারকে আদালতে বিজ্ঞ বিচারকের আদালতে হাজির করা হলে জবানবন্ধী পেশ করে।

আর পড়তে পারেন