শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তরঃ
চাঁদপুরের মতলব উত্তরে ২১ ফেব্রুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার।

বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, উপজেলা প্রকৌশলী এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, ডাঃ মো. জয়নাল আবেদীন, মতলব উত্তর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম (কম) মো. খালিকুজ্জামান, মতলব উত্তর থানার সেকেন্ডে অফিসার এসআই ওমর ফারুক, ছেঙ্গারচর মডেল উবির সিনি: শিক্ষক আব্দুল হক প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও শারমিন আক্তার জানান, মহান ২১ ফেব্রুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে রাত ১২.০১ টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন, ভোড়ে প্রভাত ফেরি, এরপর আলোচনা, শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সুধীজন, গুনীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

আর পড়তে পারেন