বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাযিল মাদ্রাসায় বৃহস্পতিবার দুপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম মহসিন।

বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ বিশ্বায়নের যুগে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে। এসএম মহসিন আরও বলেন, আজকে বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। অর্থের চেয়ে তথ্য এখন বড় সম্পদ। তথ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা শিক্ষার্থীদেরও তথ্য প্রযুক্তি শিখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. সোলায়মান পারসী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেবাত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী প্রকৌশলী রফিক আহমেদ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, জহিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাস্টার, শিক্ষানুরাগী শামসুজ্জামান, নূরুল আমিন মাস্টার। দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা আলী হোসেন। অনুষ্ঠান পরিচলনা করেন প্রভাষক মাওলানা এনামুল হক। এরপর ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আর পড়তে পারেন