শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালী ও মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর (চাঁদপুর):
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। গতকাল শনিবার সকালে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, উপাধ্যক্ষ হোছাইন মো. ইয়াছিন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু প্রমুখ।
উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, প্রফেসর আলম খান, মিজানুর রহমান হাওলাদার, গিয়াস উদ্দিন ভূঁইয়া, কামরুল হাসান, প্রভাষক এমএ হাকিম খান, কামরুল হাসান, এবাদুল গাজী, কুহিনূর আক্তার, জাবেদ আহমেদ চৌধুরী, কামাল হোসেন, মানিক মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইসমত আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জি. আবদুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক সদস্য একেএম তাজুল ইসলাম, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক সদস্য কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, চাঁদপুর জেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, ক্রীড়া সংগঠক শরীফ হোসেন, সাংবাদিক নূরে আলম নূরী, শাহ মো. জহির, সফিক রানা, মতলব উত্তর উপজেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক এমআই গাউছ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি বন্ধে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। র্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তারা আরো বলেন, নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে।
এ সময় বক্তারা দুর্নীতি রোধে বিভিন্ন জনসচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজনের ওপরও জোর দেন।

আর পড়তে পারেন