শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কায় নিজ বাড়িতে কোরআন শিক্ষা দেয়ায় ইসলামিক স্কলারসহ ৩ নারী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০২১
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নিজ বাড়িতে অন্যদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়ায় আয়শা আল মুহাজিরি নামের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে এই গ্রেফতারের পেছনে অন্য কোনো আছে কিনা জানা যায়নি। খবর মিডলইস্ট মনিটরের।

জানা গেছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ঐ নারীকে গ্রেফতার করে। ৬৫ বছরের ওই নারী সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। তার সঙ্গে আটক একজনের বয়স ৮০। গ্রেফতারের পর জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে।

এদিকে, মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

আর পড়তে পারেন