শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার .
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঘড়ির কাটা সকাল ১০টা পেরোলেও কোনো কোনো কেন্দ্রে একটি ভোটও পড়েনি। আবার দুই একটি কেন্দ্রে তিন চারটি করে ভোট পড়েছে।

কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে রয়েছে চারটি ভোট কেন্দ্র। এ কেন্দ্রগুলোর মধ্যে ১৫৭ নং কেন্দ্রের ৩নং কক্ষে সকাল ১০টার সময় একটি ভোটও পড়েনি । আবার ২নং কক্ষে এ সময় ভোট পড়েছে ৪টি। একই চিত্র ১৫৫নং কেন্দ্রের ১নং কক্ষে।

এখানে ওইসময় ভোট পড়েছে মোট চারটি। এ কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, আমার কক্ষে এখন পর্যন্ত একটি ভোটও পড়েনি। সকালে আবহাওয়া খারাপ ছিলো এ কারণে ভোটাররা আসেনি। আপাদত উপস্থিতি নেই বললেই চলে।

১৫৭ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রোকনুজ্জামান বলেন, এখন পর্যন্ত ভোটাররা তেমন আসেনি। দুই একজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন। আশা করি, বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।

আর পড়তে পারেন