মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোক্তা অধিকার আইনে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়া ঃ

বিশুদ্ধ খাবার পরিবেশন না করা এবং ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান উপজেলার সাহেবাবাদ বাজারে হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৬ ধারায় খাবার হোটেলের স্বত্ত্বাধিকারী মোঃ সুমন মিয়াকে ১ হাজার টাকা, অপর একটি খাবার হোটেলের স্বত্ত্বাধিকারী আবুল বাশারকে ৩ হাজার টাকা এবং মিষ্টির দোকানের স্বত্ত্বাধিকারী মোঃ শাহাজাহান মিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন। গতকাল বুধবার বিকালে উপজেলার সাহেবাবাদ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা, থানার এসআই তিথংকর দাশসহ পুলিশের একটি দল অংশগ্রহন করেন।

আর পড়তে পারেন