বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া মানে সঠিক মুক্তিযোদ্ধাদের অসম্মান করা- এমপি বাহার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৯
news-image

 

 

মোঃ আশিকুর রহমান আশিক:

 

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন, তবে আমাদের মুক্তিযোদ্ধে যাওয়ার সুযোগ ছিলো না। আজকে আমরা বিশ্বে প্রমান করেছি বাংলাদেশের মানুষ মাথা তুলে দাড়াতে পারে।

 

যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন আমরা বঙ্গবন্ধুর কর্মী হিসেবে তা বাস্তবায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে। একজন ভূয়া মুক্তিযোদ্ধাকে সনদ দিয়ে মুক্তিযোদ্ধা বানানোর মানে হচ্ছে সঠিক মুক্তিযোদ্ধাদের অসম্মান করা।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা টাউনহল মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ২নং সেক্টর গঠন পূর্ব প্রক্রিয়ার অন্যতম নেতা রেজাউল আহমেদ (ক্যাপ্টেন রেজা) এর স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খাঁন বীর বীক্রম, সাবেক জি.ও.সি নবম পদাতিক ডিভিশন সাভার, মেজর জেলারেল (অবঃ) ইমাম উজ জামান বীর বীক্রম, মেজর জেনারেল (অবঃ) মিজানুর রহমান পি এস সি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক মহাসচিব মেজর জেনারেল (অবঃ) মুনিবুর রহমান পি এস সি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক মহাসচিব (প্রশাসক) আব্দুল মতিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল হাসান পাখী, পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন।

 

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন