বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যকে আটক করেছে কুমিল্লা র‌্যাব

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাসঁকারি চক্রের সদস্য মোঃ রাসেল আলমকে (২৪) আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া রাসেল আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তর পাড়া এলাকার মোঃ নূর হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, শনিবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তর পাড়া থেকে রাসেল আলমকে আটক করা হয়। আটক হওয়া রাসেল আলমের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ, প্রচার ও বিক্রির অপচেষ্টা করার জন্য ফেইসবুকে স্ট্যাটাস ও কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার তথ্য পাওয়া যায়। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন