শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পের ৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ২ কন্যাশিশু উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০২০
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে উপকূলীয় অঞ্চল ইজমিরে অনেক ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ৩ দিন পর ধ্বসে পড়া ভবনের নিচ থেকে জীবিত অবস্থায় দুটি কন্যাশিশুকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। সেখানে আহত হয়েছেন কমপক্ষে এক হাজার মানুষ। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে কমপক্ষে ৭৭৪ জনকে। ইজমিরে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে স্থাপন করা হয়েছে ৩৫০০ তাঁবু।তাতে রয়েছে ১৩ হাজার বেড।

ওদিকে সোমবার যে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটির বয়স তিন বছর। তার নাম ইলিফ পেরিনসেক। তাকে যখন ধ্বংসস্তূপের নিচ থেকে তুলে আনা হয়, তখন উদ্ধারকর্মীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য। আরেকটি ভবন থেকে উদ্ধার করা হয় ইদিল সিরিনকে। তার বয়স ১৪ বছর। তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আর পড়তে পারেন