বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পের সুযোগে জেল থেকে পালিয়েছে ১২০০ জন বন্দী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুর্গত সুলাওয়েসির তিনটি জেল থেকে পালিয়েছে ১২০০ জন বন্দী। সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুলাওয়েসির পালু শহর। এ শহরের প্রধান কারাগারের দেয়ালও ভেঙে পড়ে শক্তিশালী ভূমিকম্পে। সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যায় ৫৮১ জন বন্দী।

তবে বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কোন কোন জেলে ভয় পেয়েও পালিয়ে যায় বন্দীরা। একটি জেলের ভেতর থেকে পানি বেরিয়ে আসতে থাকলে বন্দীরা ভেবেছিল পানি বাইরে আসছে। ভয়ে রাস্তায় বেরিয়ে আসে তারা।

পালুর আরেকটি কারাগারের প্রধান ফটক ভেঙে বেরিয়ে যায় বন্দীরা। জেলের কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে ৩৪৩ জন পলাতক রয়েছেন তার জেলে।

এ জেলটিতে পালিয়ে যাওয়ার সময় আগুনও ধরিয়ে দেয়া হয়।

বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কিছু বন্দীর সাথে অবশ্য জেল কর্মকর্তারা সমঝোতা করেছেন। বন্দীরা বলেছে ভূমিকম্প আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা ফিরে আসবেন।

আর পড়তে পারেন