শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পিকার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও গণপরিষদের সদস্য অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

এক শোকবার্তায় স্পিকার বলেন, আহমেদ আলীর মৃত্যুতে জাতি এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিকে হারাল। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আহমেদ আলীর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার রাতে রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট আহমেদ আলী। তার বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি।

আহমেদ আলীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়াতে অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ।তারপর কুমিল্লার টাউন হল মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে চিরবিদায় জানানো হয়।

আর পড়তে পারেন