শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালোবাসার কাব্য

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৯
news-image

 

ড. শেখ মুসলিমা মুনঃ

নিদেন পক্ষে একবার,

শুধু একবার বড় শুনতে চাই ভালোবাসি,

খুব-খুব ভালোবাসি তোমায় !

না কোন ভান নয়, নয় অভিনয়
কর্তব্যের খাতিরে যে ভাষা তার থেকে ভিন্ন কিছু।

না, নয় কোন ফ্যান্টাসি, না শুধুই রোমান্স!
লুকোনো বাস্তবতা বা গোপন প্রণয়-

কৃতজ্ঞতা বোধ যদি কিছু থাকে, তার হিসেব একেবারেই আলাদা।

তোমার অলিন্দ-নিলয়ে প্রবহমান স্রোতধারায় লাল নীল শুভ্র কনিকারা যদি কখনো গেয়ে ওঠে গান-
অথবা করে বিপ্লব তুমুল শ্লোগানে…

তবে একবার, শুধু একবার মনে হয় কানে কানে শুনি সেই মিহিসুর-
অথবা দিগ্বিদিক জুড়ে শ্লোগানের ধ্বনি-

ভালোবাসি ! তুমুল ভালোবাসি তোমায়!!

( বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ড. শেখ মুসলিমা মুন কবিতাটি লিখেছেন। তাঁর ফেসবুক থেকে নেওয়া হয়েছে “ভালবাসার কাব্য”  এ ই লেখাটি)

আর পড়তে পারেন