বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভার -সিত্তুল মুনা সিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩০, ২০১৮
news-image

মনের কোণে লুকায়ে থাকে এমন কতো ভার

নিত্য যদিও হাসি মুখে, যায় কী বলা আর ?

শ্রমের ভারে দিনের শেষে ক্লান্তি আসে সবার,

পদবী ভারে কাহিল হয়ে করছে দিন পার..!

 

অশান্তিটা মূখ্য লাগে ,ঋণ হয়েছে যার…,

ভারে ভারে জীবন গেলে ,খবর রাখে কার?

দেহের ভারে বেজায় বাধা সহে কেউবা আবার

মিথ্যে ভারের বোঝাটাকে এড়িয়েছে বার বার।

 

অভিমানের চাপা ভারে পায়না কিছু দেবার

ভবের পরে মান অপমান হিসেব মেলা ভার,

আপনাহতেতাড়নাআসেএগিয়েচলেযাবার

মুগ্ধ মনের কাছেই এসে ,সব মেনেছে  হার।

আর পড়তে পারেন