শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভার্চুয়ালি কোরবানির গরু যে দামে কিনলেন এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের এই সময়ে সশরীরে হাটে গিয়ে কোরবানির পশু কেনার বিড়ম্বনা থেকে বাঁচাতে গতবারের মতো এবারও চালু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর ডিজিটাল হাট।

রোববার (০৪ জুলাই) ভার্চুয়ালি ডিজিটাল কোরবানি পশুর হাট (https://digitalhaat.net/) আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর ডিজিটাল হাট থেকে কোরবানির পশুও কেনেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, গতবছরে ডিজিটাল হাটেও সফলতা পেয়েছে। মহামারিকালে এক কোটি পশুর মধ্যে যত বেশি পশু অনলাইনে কেনা যাবে তত বেশি সংক্রমণ মোকাবিলা করা যাবে। ডিজিটালি ক্রয়-বিক্রয় আরো বেশি উৎসাহিত করতে হবে।

গরুটি এক লাখ ৪৮ হাজার টাকা দিয়ে কিনেছেন স্থানীয় সরকারমন্ত্রী।

গরুটি পছন্দ করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি এসময় মন্ত্রীকে বলেন, এটি দেশি গরু, যার লাইভ ওয়েট ৩৫০ কেজি, চার দাঁতের গরু, আশা করি পশুটি আপনার পছন্দ হবে।

‌`এ গরুটি আপনার জন্য রাখা আছে। যদি চান তাহলে বাসায় পৌছে দেব আর যদি চান তাহলে কোরবানি করে বাসা পর্যন্ত পৌছে দিতে পারব।`

আর পড়তে পারেন