শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে টি-২০ বিশ্বকাপ খেলছে না পাকিস্তান!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০১৬

pcb-chairman

স্পোর্টস ডেস্ক : মার্চ মাসের ৮ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আইসিসির কাছে চিঠি দিয়েছে পাকিস্তান।

চিঠিতে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই নিরপেক্ষ ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা আইসিসিকে আগেও বলেছি, আবারও বলেছি যে- ভারতে গিয়ে আমাদের বিশ্বকাপ খেলা না-খেলাটা নির্ভর করে সরকারের ওপর। ভারতে খেলাটা যদি পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিষয়টি বিবেচনা করবে পাকিস্তান সরকার। পাকিস্তান দলের ওপর উগ্রবাদীদের হামলার আশঙ্কা থাকলে এবং সরকার খেলতে অনুমতি না দিলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়টিও উল্লেখ করেছি আমরা।’
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া যে শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করেছে এবং তাদের অনূর্ধ্ব-১৯ দলকে খেলতে পাঠায়নি, সেটা কোনো সাধারণ ঝুঁকি নয়। ভারতেও আমাদের তেমন ঝুঁকি রয়েছে। উগ্রবাদীদের কারণে পিসিবি কিন্তু বিসিসিআইয়ের সঙ্গে মুম্বাইতে আলোচনা করতে পারেনি। পাকিস্তানের শিল্পী গুলাম আলীর কনসার্ট ঝুঁকির কারণে দু-দুবার পিছিয়ে দেওয়া হয়। খুরশিদ কাসুরির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও ঝামেলা সৃষ্টি করা হয়।’
ভারতের গুয়াহাটি ও শিলংয়ে চলমান এসএ গেমসে পাকিস্তানের ৫০০ সদস্যের একটি দল অংশ নিয়েছে। সেখানে এত খেলোয়াড় অংশ নিতে পারলে ক্রিকেট দলের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার খান বলেন, ‘সাঁতারু কিংবা অন্য কোনো খেলোয়াড়দের ওপর হামলার চেয়ে ক্রিকেটারদের ওপর হামলার আশঙ্কা বেশি থাকে। তবে সরকার যদি ভারতে খেলার বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি হয়তো শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আমন্ত্রণ জানাতে পারে।’

আর পড়তে পারেন