মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের বাংলা চলচ্চিত্রে নোবেলের গান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :

জি বাংলার ‘সারেগামাপা’য় অংশ নিয়ে এখন খুব আলোচিত বাংলাদেশের নোবেল। প্রতিযোগিতার এখনো শেষ হয়নি। তার আগেই গান গেয়েছেন ভারতের বাংলা চলচ্চিত্রে। এত দিন গানটি নিয়ে পরিচালকের পক্ষ থেকে কথা বলা বারণ ছিল। তাই মুখ খুলতে পারেননি। তবে এখন আর নিষেধ নেই। কারণ, আগামী ১২ এপ্রিল ছবিটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

অনুপম রায়ের সঙ্গে একটি ছবি দিয়ে গানটি নিয়ে নোবেল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অতঃপর শেষ হলো গানটির রেকর্ডিং। ৩১ মার্চ মুক্তি পাচ্ছে গানটি। আমার জীবনের প্রথম গাওয়া চলচ্চিত্রের গান। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এ বছর সবচেয়ে থ্রিলিং “ভিঞ্চিদা” সিনেমার অন্যতম গান হতে যাচ্ছে এটি।’

নোবেলের গাওয়া গানটির শিরোনাম ‘তোমার মনের ভেতর’। গানটির কথা লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

উচ্ছ্বসিত হলেও নোবেল অতটা উচ্ছ্বাস দেখাতে পারছেন না। কথায় তেমনটাই বোঝা গেল। তবে বড় অর্জনের সঙ্গে বড় দায়িত্ব কাঁধে এসে পড়ে। সে হিসেবে এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমাকে ভাবতে হচ্ছে প্রতিনিয়ত। তাই বলব, আমার সাফল্যকে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেভাবে উপভোগ করে, আমি ততটা আনন্দিত হতে পারি না। সামনে কী হবে, আমাকে সব সময় তা নিয়ে ভাবতে হয়।’

‘ভিঞ্চিদা’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, তিনি জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে নোবেলের কয়েকটা গান শুনেছেন। এর মধ্যে ‘তারায় তারায়’, ‘মা’, ‘বাবা’ এসব গানের কথা খুব মনে পড়ছে। প্রথম আলোকে সৃজিত বলেন, ‘নোবেলের গান শোনার পর থেকে আমার মনে হয়েছে অন্য রকম একটা কণ্ঠ। আমিও নতুন ছবির জন্য অন্য রকম কণ্ঠ খুঁজছিলাম। অনুপম যখন বলল, নোবেলকে দিয়ে গাওয়ালে কেমন হয়। আমি এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ কণ্ঠটা আমার পরিচিত, যেমনটা আমি চাই। গাওয়ার পর গানটা শুনে খুব ভালো লেগেছে। অন্য রকম ধাক্কা দিচ্ছে। আশা করছি, পর্দায় দেখেও দর্শকদের অন্য রকম অনুভূতি হবে।’

আর পড়তে পারেন