শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের প্রথম ওয়ানডে অধিনায়ক অজিত ওয়াদেকার আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয় অজিতের। ৩৭ টেস্ট খেলে দুই হাজার একশ তের রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৩১.০৭। টেস্টে তার সর্বোচ্চ রান ১৪৩।

ওয়ানডে ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক তিনিই। একদিনের ক্রিকেটে মাত্র দু’টি ম্যাচ খেলে তিনি করেন ৭৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৭।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভারতের ঐতিহাসিক সিরিজ জয় তারই নেতৃত্বে। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়। ইংল্যান্ড থেকেও ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় তার নেতৃত্বেই।

ভারতীয় দলে নিজের জায়গা স্থায়ী করার পরে তিন নম্বরেই ব্যাট করতে দেখা গেছে তাকে। স্লিপ ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন দুর্দান্ত।

আর পড়তে পারেন