বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের পশ্চিমবঙ্গের ৬টি রাজ্যসভা আসনে নির্বাচন ৮ অাগস্ট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাত ও মধ্যপ্রদেশের ১০টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে ৮ অগাস্ট। জুম্মাবার, এমনটাই জানাল দেশটির নির্বাচন কমিশন।
এই দশজনের মধ্যে ৯ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ অগাস্ট। একজন মারা যাওয়ায় সেই জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। প্রথমে ৮ জুন ওই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, ২২ মে, কমিশন ওই প্রক্রিয়া পিছিয়ে দেয়।
নির্বাচন কমিশন জানায়, ৩ জুন ইভিএম চ্যালেঞ্জ ও আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখেই ওই রাজ্যসভার আসনের নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। সংসদের উচ্চকক্ষের যে ৯ জন সাংসদের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁদের মধ্যে চারজন তৃণমূল কংগ্রেস, ২ জন কংগ্রেস, ২ জন বিজেপি এবং ১ জন সিপিএম-এর সাংসদ।
গুজরাত থেকে তিন সাংসদের মেয়াদ ফুরোচ্ছে। এঁরা হলেন, আহমেদ পটেল (কংগ্রেস), দিলীপভাই পাণ্ড্য ও স্মৃতি ইরানি (বিজেপি)। পশ্চিমঙ্গের ৬ জন সাংসদ হলেন—ডেরেক ও’ব্রায়েন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও দোলা সেন (তৃণমূল কংগ্রেস), প্রদীপ ভট্টাচার্য (কংগ্রেস) ও সীতারাম ইয়েচুরি (সিপিএম)।
অন্যদিকে, মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ তথা ভারতের পরিবেশ মন্ত্রী অনিল দাভের মৃত্যুতে সেই আসনেও নির্বাচন হবে।

আর পড়তে পারেন