শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয়দের ডিঙিয়ে এবার আইসিসির পুরস্কার জিতলেন বাবর

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২১
news-image

স্পোর্টস ডেস্কঃ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও ভালো যায়নি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের। তার দল ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, বাবর নিজে ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ০ ও ২ রান। তবে সিরিজ শেষে এক সুখবরই পেয়েছেন বাবর।

চলতি বছরের শুরু থেকে নতুন এক পুরস্কারের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেটি হলো প্রতি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এ পুরস্কার প্রবর্তনের পর প্রথম ৩ মাসেই জিতেছেন ভারতের ক্রিকেটাররা।

অবশেষে ৪র্থ মাসে এসে থামল ভারতীয়দের রাজত্ব। এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এছাড়া নারী ক্রিকেটে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান এলিসা হিলি।

এ পুরস্কারের জন্য বিবেচিত সময়ে তিন ওয়ানডেতে ৭৬ গড়ে ২২৮ এবং সাত টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান করেছেন বাবর আজম। পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানেও উঠে গেছেন তিনি। অন্যদিকে তিন ওয়ানডেতে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।

 

আর পড়তে পারেন