শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সুনিল দাস

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

 

আজিজ খান :

দেশের প্রতিটি স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করে আসছে।

এরই ধারবাহিকতায় গোলাপগঞ্জ উপজেরায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী সুনিল দাশ।। নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল, প্রশাসনিক তৎপরতাসহ নানা বিষয়ের উপর ভিত্তি করে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন