শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে চারটি ক্যাম্পেইন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

৫ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসেউপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা আয়োজন করে একসাথে চারটি ক্যাম্পেইনের ।

১.নিরাপত্তার চাদরে ভ্রমন
২.Transportation Hygiene
৩.Say No To Harrise
৪.নিরাপদ পারাপার

এসকল ইভেন্টে দিনব্যাপী নিরাপদ সড়ক, নারীর নিরাপদ যাতায়াত, যাত্রাপথে স্বাস্থ্যবিধি নিয়ে কাজ ভিবিডি কুমিল্লা। পাশাপাশি সমাজের সকল স্তরের কর্মজীবী মানুষকে তাদের কাজের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করে ভিবিডি কুমিল্লা।

ক্যাম্পেইনের বিস্তারিত ঃ

নিরাপদে রাস্তা পারাপার করতে ভলান্টিয়াররা সচেতনতা তৈরী করছিল।

ফ্লাইওভার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করেছে।

যারা ফ্লাইওভার ব্যবহার করবে তাদেরকে থ্যাংকস গিভিং হিসেবে চকোলেট/ফুল প্রদান করা হয় ।

যাতায়াতের সময় পরিবহনে নারীরা যাতে যৌন হয়রানি না হয় এই নিয়ে চালক এবং চালকের সহকারীকে এবং সাধারণ পথচারীদের কে সচেতন করা হয়।

পরিবহণ ব্যবস্থায় নারীর শারীরিক লাঞ্ছনা থেকে রেহাই পেতে নারীর করণীয় সম্পর্কে যাত্রীদের মাঝে আলোচনা করা হয় ।

যাতায়াতে নারীর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করা হয় ।  লোকাল হেল্পলাইনের নাম্বারসমূহ প্রচার করা হয়।

যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উদ্বুদ্ধ করা হয় । বাস,ট্রেনে বিনামূল্য মাস্ক বিলি করা হয় ।

নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চালকদের সাথে মতবিনিময় করা হয় । যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান করা হয় । দূরপাল্লার বাসে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি (ফাস্টএইড বক্স) বিতরণ করা হয় ।

দিনে ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিন যারা আমাদের সেবা দিয়ে আসছে তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।

সড়ক আইন-২০১৮ সম্পর্কে ব্যাপক প্রচারণা করা হয় । এছাড়াও পুরো কুমিল্লা জুড়ে লিফলেট ও পোস্টারিং করা হয়।

আর পড়তে পারেন