বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভরাসার হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বুড়িচং উপজেলার ভরাসার হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস এডিটর বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী বলেন, সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ভরাসার হাইস্কুলকে শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলবো । এ প্রতিষ্ঠান হবে ডিজিটাল স্কুলের অন্যতম রোল মডেল।

সোমবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার হাইস্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী, রাজনীতিবিদ বিল্লাল হোসেন চেয়ারম্যান, মোশাররফ হোসেন খান কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন।

এ সময় সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। এসময় অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন, বাবুল হোসেন, আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন, হাজী আমির হোসেন, শেখ ফরিদ ও মোবারক হোসেন ।

আর পড়তে পারেন