শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্র্যাকআরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের লাইভলিহুডসাপোর্ট এর জন্য মালামাল বিতরন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০১৮
news-image

সালমা আক্তার চৈতিঃ

ব্র্যাকআরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০১৬ সাল হতে কুমিল্লা শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠির বহুমাত্রিক দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করে আসছে ঠিকতার-ই ধারাবাহিকতায় দরিদ্র জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ৫৫ টি পরিবারকে লাইভলিহুডসাপোর্ট ও ব্যবসায়ীক উন্নয়ন বাবদ সেলাইমেশিন,পানিরফিল্টার , মুদি দোকানের মালামাল,চাএর দোকানের মালামাল ,কাপড়এবংকাগজের প্যাকেট বানানোর জন্য কাগজ বিতরন করা হয় ।

মালামাল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন অনুপম বড়ুয়া, প্রধান নির্বাহীকর্মকর্তা,কুমিল্লা সিটিকরপোরেশন আরোউপস্থিত ছিলেনব্র্যাকআরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আঞ্চলিকসমন্বয়কারী,আসাদুজ্জামান ও মাঠসমন্বয়কারীওয়াসিমআকরাম।

এছাড়া  শাসনগাছা কলোনীতে মালামাল বিতরন করেন  সরকার মাহমুদ জাবেদ , ৩ নংওয়ার্ড কাউন্সেলর, এবং মফিজাবাদ কলোনীতে মালামাল বিতরন করেন  মাসুদুর রহমান মাসুদ  ২ নংওয়ার্ড কাউন্সেলরকুমিল্লাসিটিকর্পোরেশন ।

সভায় বক্তারা উপকারভোগীদের উদ্দেশ্য করে বলেন যে উদ্দেশ্য ব্র্যাক আপনাদেরকে মালামাল প্রদান করছে সে উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয় এবংমালামাল বিক্রি করেনা খেয়ে এর লভাংশ্য থেকে যাতে খায় ।

আর পড়তে পারেন