শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।

রবিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখে।

এ সময় র‌্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। সেজন্য তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।

আর পড়তে পারেন