শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে বাঁচানো সেই স্কুলছাত্র পেল পুরস্কার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে জীবন বাঁচানো সেই স্কুলছাত্র কেফায়েত উল্লাহকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর জালালী ফুটবল একাডেমির পক্ষ থেকে তার হাতে পুরস্কার তুলে দেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সুরাফ জালালী। এ সময় একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

কেফায়েত উল্লাহ আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে সে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে বন্ধুদের সঙ্গে কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে একটি ট্রেন আসছিল। ট্রেন আসার কারণে সিগন্যালে তাদের অটোরিকশা অপেক্ষা করছিল।

এ সময় সে দেখতে পায়, একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে ট্রেনের সামনে এগিয়ে যাচ্ছে। তার কাঁধে একটি বস্তা। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ওই বৃদ্ধকে রক্ষা করতে দৌড়ে যায় কেফায়েত উল্লাহ।

এর পর ট্রেনে কাটাপড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধ লোকটিকে সরিয়ে দিয়ে প্রাণে রক্ষা করে স্কুলছাত্র কেফায়েত উল্লাহ। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আর পড়তে পারেন