শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি নিষিদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৭
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুল:

রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন এবং ফুল কোর্স ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন। এ নিষেদ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ব্যপারেও সতর্কতা্ও জারি করা হয়েছে।

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধে ‘নবীনগর মডেল’ এ্যাকশন প্লান শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে পৃথিবী থেকে মানবজাতির বিলুপ্তি হতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে এ্যাকশন প্লান শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার সিভিল সার্জন ডা: নিশিত নন্দী মজুদার প্রমূখ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, নবীনগর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্হ্য  কর্মকর্তা ডা: মো: সায়েমুল হুদা ।

এসময় ‘ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক ও মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, ‘দৃষ্টান্ত ফাউন্ডেশনের’ সভাপতি ও মাই টিভির কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমকেআই জাবেদ, সিটিভি লাইভ নিউজের সম্পাদক সাইফ রবিনসহ সাংবাদিক জনপ্রতিনিধি চিকিৎসক, ফার্মাসিস্ট এবং ভিবিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন সেমিনারে অংশনেন।

বক্তারা এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।  সেমিনারে সচেতন ও সতর্কতামূলক লিফলেট প্রচার করা হয়। “নবীনগর মডেল” এর কার্যক্রম দেশব্যাপি ছড়িয়ে দিতে স্বাস্থ্য অধিদপ্তের সুপারিশ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

আর পড়তে পারেন