শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাজা ইয়াবসহ ২জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৮
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ৬ কেজি গাজা ও ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর (নায়াপাড়া) গ্রামের মোঃ হালিম মিয়ার ছেলে মোঃ সোহেল “প্রকাশ আজাদ” (১৯) এবং একই উপজেলার শিদলাই ৮নং ওয়ার্ডের মৃত আছিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪০)। এর মধ্যে মফিজুল ইসলাম এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এস আই জাকির হোসেন ও এ এস আই পরীক্ষিৎ দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া ব্রীজের উপর সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ সোহেল “প্রকাশ আজাদ” (১৯) এবং মফিজুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে।

এসময় পুলিশ তাদের হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারী ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ৩টি বান্ডিলের মধ্য হতে অবৈধ মাদক দ্রব্য ২ কেজি করে ৬ কেজি গাজা ও তাদের প্যান্টের পকেট হতে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং ১৯, তারিখ ২১/০৫/২০১৮ ইং।

আর পড়তে পারেন