বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় মালবাহী ট্রাক্টর পুকুরে পড়ে ১ শ্রমিক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
১৭ অক্টোবর দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মালবাহী ট্রাক্টর পুকুরে পড়ে ১ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক্টর কুমিল্লা মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল (নন্দিপাড়া) এলাকার অধ্যক্ষ ই¯্রাফিল হোসেন এর বাড়ী বরাবর এসে ট্রাক্টরের সামনের চাকা খোলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টিয়ে রাস্তার পূর্ব পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা ৪ জন শ্রমিক পুকুরে পড়ে যায়। ঘটনাটি দেখে এলাকাবাসী এগিয়ে এসে ৩ শ্রমিককে আহত অবস্থায় পানি থেকে উদ্ধার করে। অপর দিকে অন্য একজন শ্রমিক রডের চাপা পড়ে পানির নিচে পড়ে থাকে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর রড সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই বিকাশ চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে থানা পুলিশ নিহত শ্রমিকের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে। নিহত শ্রমিক হলেন, কুমিল্লা কোতয়ালী থানার আলেকার চড় বিশ্বরোড আমতলী এলাকার সোনা মিয়া ঠিকাদারের বাড়ীর চারু মিয়ার ছেলে তপন মিয়া (২৮)। আহতদের মধ্যে একজন হলেন একই এলাকার আবুল হাসেম এর ছেলে আবুল কালাম আজাদ এরশাদ (২৮)। এই সংবাদ লিখা পর্যন্ত থানায় আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

আর পড়তে পারেন