শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বৃহস্পতিবার ১৫ মার্চ দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিঃ জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার খন্দরা ফরিদ হোসাইন রনি, মৎস্য অফিসার লিসমা হাসান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা ছারোয়ার খান, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, শিক্ষা অফিসার মোঃ মাহাতাবুদ্দিন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মনিরুল হক, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সহকারী মৎস্য অফিসার মঞ্জুর আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মেদ মাষ্টার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম, ধান্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন সরকার, মশিউল আলম সোহাগ, সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক শাকিল ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

আর পড়তে পারেন