শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে খেলনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১২, ২০২০
news-image

আনোয়ারুল ইসলামঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর বেগম ইয়াকুবেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার ও পরিবেশ প্রকল্পের শুভ উদ্বোধন করেণ কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। এছাড়াও তিনি প্রধান অতিথি হিসেবে ওই বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে খেলনা, টিফিন বক্স ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রদেশ কুমার সাহা, কুমিল্লার কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত ঘোষ, কুমিল্লা পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক জোবেদা আক্তার, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুর, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহাম্মেদ, ইউআরসি ইন্সিট্রাক্টর হাজেরা বেগম, সহকারী শিক্ষা অফিসার রুনাক জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহাম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ শিক্ষার্থীবৃন্দ।

আর পড়তে পারেন