শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৯
news-image

আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চলতি মৌসুমে কৃষকের মধ্যে বীজের চাহিদা পূরণের জন্য গতকাল বুধবার ৩ এপ্রিল দুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বিভিন্ন ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ব্লকের চাষীদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি অফিসার গণ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, কৃষি অধিদপ্তরের রাজস্ব প্রকল্পের আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ব্লকের প্রদর্শনী ও ফলোআপ চাষীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ধানের বীজ রয়েছে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৫৫ এবং নেরিকা নিউটন। এই উপজেলায় ২৪৫ জন কৃষক ৩টি জাতের মধ্যে যে কোন একটি জাতের ৫ কেজি করে ধানের বীজ পাবে। এছাড়াও এইসব ধান চাষের মৌসুমে এই সকল কৃষক কে বিনামূল্যে সার সহ অন্যান্য উপকরন দেওয়া হবে।

আর পড়তে পারেন