শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১৬২ জন শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৯, ২০১৭
news-image

আনোয়ারুল ইসলাম ॥
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই ১৬২ জন শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৪৪১ শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও অংশ গ্রহন করেছে ৫৩৪৫ জন, অনুপস্থিত রয়েছে ৯৬ জন শিক্ষার্থী। অপর দিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৫৯২ জন, অনুপস্থিত রয়েছে ৬৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারী উপস্থিত ছাত্রের সংখ্যা ২৪২১ জন, অনুপস্থিত ৬৩ জন। উপস্থিত ছাত্রীর সংখ্যা ২৯২৪ জন, অনুপস্থিত ৩৩ জন। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাত্রের সংখ্যা ৩৩৬ জন, অনুপস্থিত ৪৫ জন। এছাড়াও উপস্থিত ছাত্রীর সংখ্যা ২৫৬ জন এবং অনুপস্থিত ২৩ জন।

আর পড়তে পারেন