বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২০
news-image

আনোয়ারুল ইসলাম ঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণপাড়া গ্রামে শাহ আলমের বসতঘরে দুর্বৃত্তের দেওয়া আগুনে বসত ঘর ও গৃহপালিত পশুসহ আসবাবপত্র পুড়ে গেছে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

ঘটনাটি গত ৬ মার্চ দিবাগত মধ্যরাতে ঘটেছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণপাড়া গ্রামের হাসান কাজীর বাড়ীর আবু তাহেরের ছেলে শাহ আলম জানান, আমার ভাই তাজুল ইসলামের ছেলে সবুজ (২২) ও তার আরো কয়েকজন সহযোগী নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার মধ্যরাতে আমার বসতঘরে আগুন দেয়। বিষয়টি আমি ও আমার পরিবার টের পেয়ে চিৎকার করি এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। এসময় আমাদের ডাক চিৎকারে সবুজ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় রাত দেড়টা থেকে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর ভোর ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আমার বসতঘরসহ ঘরে থাকা ১৪০ মণ ধান, দুইটি ছাগল, সেচ পাম্প দুইটি, ধান মারাই যন্ত্রসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, শশীদলে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও তাদের সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে “জমি আছে ঘর নাই প্রকল্পের” আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের কাজ ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে দেওয়া হবে।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, শশীদলের অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদশর্ন করেছি। অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আর পড়তে পারেন