বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় তথ্য আপ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে গতকাল ২৭ মে সোমাবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের ভূইয়া বাড়ীতে উপজেলা তথ্য আপ প্রকল্পের উদ্যোগে তথ্য সেবা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার আফরোজা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা অফিসার মুনিরা বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী মোসাঃ হালিমা আক্তার, মোসাঃ রিনা আক্তার সহ ঐ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। উঠান বৈঠকে বক্তারা, গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়- যেমন স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমূহের নানাদিক সম্পর্কে বক্তব্য রাখেন।

আর পড়তে পারেন