বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০১৯
news-image

 

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়েই ঘরে ঘরে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত একমাসে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৩শতাধিক শিশু চিকিৎসা সেবা নিয়েছে এই হাসপাতাল থেকে। এছাড়াও ঠান্ডা জনিত অন্যান্য রোগে অসুস্থ্য হয়ে চিকিৎসা নিয়েছে শিশু থেকে বিভিন্ন বয়সের আরো ২ শাতাদিক এর মত রোগী।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুল হাসান সোহেল জানান, শীতের মৌসুমে রোটা ভাইরাসের প্রকোপ থাকে। যার কারনে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে মানুষ বেশি আক্রান্ত হয়। এর মধ্যে রোটা ভাইরাসের কারণে শিশুরাই বেশি ঝ্ুঁকিতে থাকে। রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশিরভাগ শিশুর ডায়রিয়া হয়ে থাকে। আমাদের হাসপাতালে যে সকল রোগী রয়েছে এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি এবং তারা সকলেই ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়াও তিনি জানান, ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমানে ঔষুধ বরাদ্ধ আছে, এই ধরনের রোগীদের চিকিৎসা সেবায় কোন প্রকার অবহেলা না করেই আমাদের ডাক্তার এবং সেবিকারা সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন এই ধরনের রোগী আমাদের হাসপাতালে আসতেছে এবং সেবা নিয়ে সুস্থ্য হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ঠান্ডাজনিত রোগ থেকে শিশুকে মুক্ত রাখতে হলে গরম কাপড় পরিধানের পাশাপাশি শিশুকে পরিস্কার পরিছন্নতা রাখতে হবে এবং শিশুকে খাবার খাওয়ানের পূর্বে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। তাহলে রোটা ভাইরাস থেকে শিশুরা মুক্ত থাকবে।

আর পড়তে পারেন