বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহিলা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

বুধবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার নাইঘর গ্রামের রিক্সা মিস্ত্রি আবুল খায়েরের মেয়ে টাটেরা মহিলা মাদ্রাসায় অধ্যায়নরত নবম শ্রেণির ছাত্রীর সাথে বুড়িচংয়ের এক প্রবাসীর বিয়ের দিন আগামী রোববার ধার্য করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমকে মেয়ের বাড়িতে পাঠিয়ে মেয়ের বাবাকে ইউএনও এর কার্যালয়ে নিয়ে আসার নির্দেশ প্রদান করেন।

বিকালে মেয়ের বাবা ইউএনও এর সামনে মেয়েকে বিবাহ দিবেন না বলে প্রতিশ্রুতি দিলে উপজেলা নির্বাহী অফিসার সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে মেয়ের বাবাকে চলে যেতে বলেন। তিনি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিলে আইনগত ব্যবস্থা নিবেন বলে মেয়ের বাবাকে হুশিয়ার করে দেন।

আর পড়তে পারেন