বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৭
news-image

আনোয়ারুল ইসলাম :
গতকাল ১৮ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালীতে অভিবাসী কর্মীদের হাতে থাকা ফেস্টুনে উল্লেখিত স্লোগান ছিল “অভিবাসনের নামে মানব পাচার বন্ধ করতে হবে” “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর যথাযথ বাস্তবায়ন চাই” “টুরিস্ট, স্টুডেন্ট ও ফ্রি ভিসার নামে বিদেশে মানব পাচার বন্ধ করতে হবে” “অভিবাসন ব্যয় কমাতে হবে” এবং “জাতীয় বাজেটে অভিবাসীদের জন্য পর্যাপ্ত পরিমান বরাদ্দ চাই”।

র‌্যালী শেষে অতিথিরা পরিষদ মিলনায়তনে এসে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। পরিচালনা করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার ফিল্ড অর্গানাইজার মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, ডেপুটি কমান্ডার মোঃ আবুল বাশার, সহকারী শিক্ষা অফিসার আবু নোমান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলীম খান, সহ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিদেশ ফেরত অভিবাসী কর্মীবৃন্দ।

আর পড়তে পারেন