বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
ছয় মাসের সন্তানের দুধ গরম করতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার(২৭ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মধ্যপাড়া এলাকার শীল বাড়ীর সুনিল চন্দ্র শিলের স্ত্রী রিনা রানী শীল (৩৫) গত ২০ জানুয়ারি শনিবার দুপুরে ছয় মাসের কোলের সন্তানের জন্য দুধ গরম করার সময় তার ব্যবহার করা লাকড়ির চুলা থেকে পড়নের কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তিনি বাঁচার চেষ্টায় বিভিন্ন দিকে ছুটাছুটি করে এবং তার স্বামীকে ডাকে। তার চিৎকারে স্বামী সুনিল শীল এগিয়ে এসে স্ত্রীকে বাঁচানোর চেষ্টাকালে স্বামী সুনিলের দুই হাত ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। এসময় সুনিল ও তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের গায়ের আগুন নিভিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কুমেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, রিনা রানী শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ প্রদান করে। তার শরীরের ৭৫ ভাগ অগ্নিকান্ডে পুড়ে গেছে। রিনা রানীর স্বজনরা ২৬ জানুয়ারি ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। পরে তার স্বজনরা তাকে ২৭ জানুয়ারি সকালে রিনা রানীর স্বামীর বাড়ীতে তার লাশ নিয়ে আসে।

আর পড়তে পারেন