বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাজিলের কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচনী আদালত। সাতজন বিচারক ৬-১ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেন। অক্টোবরে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুর্নীতির দায়ে লুলার ১২ বছরের কারাদণ্ড হওয়ার পর তাকে জেলে পাঠানো হয়। ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তার দল ব্রাজিল ওয়ার্কার্স পার্টি (পিটি) এক বিবৃতিতে লুলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য লড়াই এর ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব। দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি যে সুরক্ষা পান তার জন্য আমরা লড়াই করব। তাছাড়া জনগণকে নিয়ে আমরা মাঠেও থাকব।

গত জানুয়ারিতে লুলাকে দেয়া কারাদণ্ড বহাল রাখে সর্বোচ্চ আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আর পড়তে পারেন