শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যারিষ্টার মওদুদ আহমদের মিথ্যাচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৯, ২০১৭
news-image

অাবদুল মোতালেব, নোয়াখালীঃ
ব্যারিষ্টার মওদুদ আহমদের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ।  শনিবার বিকাল ৩টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান। লিখিত
বক্তব্যে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ শুক্রবার সকালে
কোম্পানীগঞ্জে তাঁর বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে আ’লীগের বিরুদ্ধে অভিযোগ
করে বলেন, আ’লীগ কোম্পানীগঞ্জে বিএনপিকে সভা সমাবেশ করতে দিচ্ছেনা। তাঁর এ অভিযোগ সর্বৈব
মিথ্যা ও বানোয়াট বলে খিজির হায়াত খান তার বক্তব্যে বলেন। তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি বিএনপির অভ্যন্তরিন দ্বন্ধের কারনে সংঘর্ষের আশংকায় প্রশাসন বিএনপির সমাবেশ করার অনুমতি দেয়নি। এর দায়ভার কোন ভাবেই আ’লীগের নয়। আমরা মওদুদ আহমদের এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আপনারা জানেন, গত ৮ বছরে মওদুদ আহমেদ অসংখ্যবার এলাকায় এসেছে এবং সভা সমাবেশ করেছে কিন্তু সরকার দল তাদের কখনো বাধা দেয়নি। তবে যতবারই তিনি সমাবেশ করেছেন
ততবারই তাঁর উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে খিজির হায়াত খান জানান।
তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের বলেছেন, কেউ অধম হলে আমরা উত্তম হবনা কেন? আমরা তাঁর এ
কথাকে নির্দেশ মনে করে কোম্পানীগঞ্জে সহবস্থানের রাজনীতি নিশ্চিত করেছি। অথচ বিএনপি নেতা আ’লীগ
তথা ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। আমরা তাঁর এ মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাঁর এ বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা যুবলীগের সম্পাদক
প্রভাষক গোলাম ছারওয়ার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, পৌরসভা যুবলীগের সভাপতি লুতফুর রহমান মিন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ। উল্লেখ্য শুক্রবার  সকাল ১০টায় বসুরহাট পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান
উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ। তিনি যথা সময়ে সমাবেশস্থলে উপস্থিত হলেও জেলা প্রশাসকের অনুমতি
না থাকায় পুলিশ পৌরহলে সমাবেশ করতে দেয়নি। পরবর্তীতে ব্যারিষ্টার মওদুদ আহমেদ তার নিজ বাসভবনে
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য দেন। এসময় তিনি আ’লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকার
দল তাকে কোম্পানীগঞ্জে সভা সমাবেশ করতে দেয়নি। তার এ বক্তব্য মিথ্যা অভিহিত করে কোম্পানীগঞ্জ
উপজেলা আ’লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আর পড়তে পারেন